আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় এবার অন্যান্য বারের তুলনায় সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। সরিষা ক্ষেতে ইতোমধ্যে বীজও আসতে শুরু করেছে। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। জেলায় এবার জমির পর জমিতে সরিষার আবাদ দেখা গেছে। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। ফুলে ফুলে মধু আহরণে ভিড় করছে দলবদ্ধ মৌমাছি। তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে। বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে। মিরপুর উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘােষ জানান, প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এবার উপজেলায় ১২শ ৬০ জন মিরপুরে কৃষককে বিনামূল্যে ১ কেজি করে বারি–১৪ জাতের ভালো মানের সরিষার বীজ দেওয়া হয়েছে। অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে সরিষার বীজ বোপন করার ভালো সময়। প্রতিটি সরিষার জীবনকাল ৮০ থেকে ৯০ দিন হয়। এখন সব সরিষা ক্ষেতে বীজ চলে এসেছে। এ মাসের শেষের দিকে সরিষা কৃষক ঘরে তুলতে পারবে। মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের সরিষা চাষি আক্তার হোসেন বলেন, গত বছর এক বিঘা জমিতে সরিষার চাষ করে লাভবান হওয়ায় এ বছর দুই বিঘায় সরিষা চাষ করেছেন। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে। আশা করছি ন্যায্য মূল্য পেলে আমরা এবারও লাভবান হবো। মিরপুর উপজেলার তেঘরিয়া গ্রামের আরেক চাষি আবুল কালাম বলেন, এবার দেড় বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত জমিতে কোনো সমস্যা দেখা যায়নি। বরং সুন্দর আর স্বাস্থ্যবান বীজের দেখা পাওয়া যাচ্ছে। এতে ভালো ফলন পেয়ে লাভবান হতে পারবো। মিরপুর উপজেলার মশান গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, এবার সব কৃষকের জমিতেই ভালো ফুল শেষে তরতাজা বীজ আসতে শুরু করেছে। এতে ভালো ফলনের আশা করছেন তারা। যদি এ বছর সরিষার ভালো মূল্য পাওয়া যায়, তবে সব সরিষা চাষিই লাভবান হবেন। মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, সরিষা চাষে ১১০০ হেক্টর জমিতে এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিলো। কৃষকরা গত বছর ভালো মূল্য পাওয়ায় ও আমাদের কৃষি অফিস থেকে ১৪শ ৬০ জন কৃষককে বিনামূল্যে ভালো জাতের বীজ দেওয়ায় এবার সরিষার চাষাবাদ বেড়েছে। কুষ্টিয়া শহর থেকে আসা কিরণ মাহমুদ তার পারিবার–পরিজন নিয়ে মশানের সরিষা মাঠে ঘুরতে এসেছে। তিনি জানান বাড়ীর পাশে যে হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে। তা দেখে সত্যি মনটা বেশ প্রফুল্ল হয়ে যায়। আমরা পরিবার পরিজন নিয়ে এই বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ দেখে সত্যি আমরা অভিভুত। এখানে এসে প্রকৃতি উপভোগ করছি ছবি তুলছে অনেক মজা করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ–পরিচালক শ্যামল কুমার ঘোষ জানান, চলতি মৌসুমে কুষ্টিয়ায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ হাজার হেক্টর। তবে চাষ হয়েছে ৭ হাজার ৩৫০ হেক্টর। এছাড়াও বিভিন্ন মাঠে সরিষা ফুল থেকে প্রায় কয়েকটন মধু আহরণ করতে কাজ করছে বেশ কিছু উদ্যোক্তারা। তবে এবারে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকার কারণে গত বছরের চেয়ে এবার সরিষা চাষ কিছুটা বেশি হয়েছে বলেও জানান তিনি।