Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চলছে ডিএনসিসির দ্বিতীয় দিনের উচ্ছেদ,স্কুলের ফটকও বাদ পড়েনি
--সংগৃহীত ছবি

চলছে ডিএনসিসির দ্বিতীয় দিনের উচ্ছেদ,স্কুলের ফটকও বাদ পড়েনি

অনলাইন ডেস্ক:

অভিযানের দ্বিতীয় দিনে রাজধানীর ভাষানটেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় ভাষানটেক কাঁচা বাজারের পাশে অবস্থিত ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল ১১টায় উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে আসেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘রাজধানীতে কোনো দখলদারের ঠাঁই নাই- সেটা রাস্তায় হোক, আর খালে হোক। অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে।’

এদিকে, সকাল থেকে চলমান উচ্ছেদ অভিযানে ভাষানটেক কাঁচা বাজারের পাশের রাস্তার ওপরে অবৈধভাবে গড়ে ওঠা বহুতল ভবনগুলো ভেঙে দেয় ডিএনসিসি। এসময় বাজারের পাশের ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকটিও ভেঙে ফেলা হয়। ফটকটির সামনের অংশ রাস্তা দখল করে তৈরি করা হয়েছিল।

ডিএনসিসি কর্তৃপক্ষ জানায়, ২০ থেকে ২৫ ফুট প্রশস্ত রাস্তার প্রায় অর্ধেকের বেশি বিভিন্ন ভবন দখল করেছে। সেইসব দখলদারদের থেকে রাস্তা উদ্ধারে ঢাকা উত্তর সিটি করপোরেশন এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে। দখল মুক্ত না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএনসিসি কর্তৃপক্ষ। 

About Syed Enamul Huq

Leave a Reply