কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় বসতঘর ও জমির সীমানা বাউন্ডারীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় অন্তত সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। উপজেলার সাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল জব্বার সিকদারপাড়া গ্রামে ১ জানুুয়ারী’২১ইং বিকাল সাড়ে ৩টার দিকে ঘটেছে এে ঘটনা। এনিয়ে জমি মালিকের পিতা শামসুল আলমের পুত্র মো: হারেছ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে অভিযুক্ত করা হয়েছে একই এলাকার বশির খলিফার পুত্র হাবিব উল্লাহ, তার পুত্র মিজবাহ উদ্দিন, মৃত মকছুদ আহমদের পুত্র মো: হারুণসহ অজ্ঞাত আরো কয়েকজনকে।
অভিযোগে জানাগেছে, সাহারবিল আবদুল জব্বার সিকদারপাড়া গ্রামে পূর্ববড়ভেওলা মৌজার বিএস খতিয়ান নং ১৯১৪, দাগ নং ১০৫৬১, ডিআর আর খতিয়ান নং ৩৬৬০, দাগ নং ৬৪০৬, ৬৪০৭, ৬৪৫৮, ৬৪৬৬ এর ৩২শতক জমি রেজিষ্ট্রি মূলে বাদী মো: হারেছের মেয়ের নামে ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে শান্তিপূর্ণ ভোগ দখলে ছিলেন। ঘটনারদিন অভিযুক্তরা বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে প্রকাশ্যে দিবালোকে অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে স্থিত টিনের ছাউনী, টিনের বেড়া ও সীমানার পাকা বাউন্ডারী ভাংচুর ও ঘরে লুটপাট চালায়। ভাংচুরে অন্তত ৩লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় এবং ঘরের ভেতরে রক্ষিত ১টি খাট, ৬টি কাঠের চেয়ার, ১টি কাঠের টেবিল ভাংচুরে আরো ৪০ হাজার টাকা মত ক্ষতি সাধন করে। বর্তমানেও জমি জবর দখলে নিতে নানাভাবে হুমকি ধমকি অব্যাহত রেখেছে। এমনকি বাদী পক্ষকে অপহরণ করে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিচ্ছে। এনিয়ে ভূক্তভোগি জমি মালিক পক্ষ প্রশাসনের হস্তক্ষেপ পূর্বক আইনী সহায়তা চেয়েছেন।