কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় র্যাবের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন “র্যাব সেবা সপ্তাহ “উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরন করেছেন কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান। আজ ২ জানুয়ারী দুপুর ২ টার সময় র্যাব-১২ সিরাজগঞ্জ হেডকোয়ার্টারের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসানের নির্দেশনায় যোহর নামাজ শেষে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় সংলগ্ন নতুন কোর্টপাড়া এলাকায় অবস্থিত মার্কাস মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া মাহফিল ও তার রুহের মাগফেরত কামনা করে মোনাজাত শেষে প্রায় ২০০ শত এতিম শিশুদের মাঝে খাবার বিতরন ও একসাথে খাবার ভোজন করেন কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান সহ র্যাবের সদস্যবৃন্দরা। এ সময় র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন,র্যাব-১২ এর দায়িত্বে ৫ টি জেলা, কুষ্টিয়া,পাবনা,টাংগাইল,বগুরা ও সিরাজগঞ্জে একযোগে এই কার্যক্রম পালন করা হচ্ছে। গত শুক্রবার আমরা বিশেষ মোনাজাত করেছি। আমাদের আরেকটি কর্মসূচী পালন করা হবে সেটি হচ্ছে ভিক্ষুকের মাঝে খাবার বিতরন,গরীব দুঃখীদের মাঝে কম্বল বিতরন,মেধাবী অস্বচ্ছ ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন,এবং রক্তদান কর্মসূচী। র্যাব-১২ এর অধিনায়ক বলেছেন মানবতার সেবা করতে এবং সমাজে সুবিধাবঞ্চিত যারা রয়েছে তাদের পাশে থেকে কাজ করার জন্য।