কুষ্টিয়া প্রতিনিধি : র্যাব-১২ সিরাজগঞ্জ হেডকোয়ার্টারের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনির কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি -১ কুষ্টিয়া ক্যাম্প প্রথমবারের মত পরিদর্শন উপলক্ষে কুষ্টিয়া ক্যাম্প চত্তরে এক বিশাল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান। গতকাল ১ জানুয়ারী বিকেল ৫ টার সময় র্যাব-১২ সিরাজগঞ্জ হেডকোয়ার্টারের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান কুষ্টিয়া ক্যাম্পে প্রবেশের সময় ব্যান্ডপার্টি দিয়ে তাকে স্বাগত জানিয়ে ফুলেল তোরা দিয়ে বরন করে নেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান সহ ক্যাম্পের সকল র্যাব সদস্যরা।পরবর্তীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন র্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান। সাংবাদিকরা র্যাব-১২’র অধিনায়ক রফিকুল হাসানের কাছে বর্তমানে কুষ্টিয়া র্যাব ক্যাম্পের উন্নয়ন এবং আইনশৃংখলা পরিস্থির ব্যাপক তৎপর সম্পর্কে প্রসংশা করেন।এ সময় র্যাব-১২’র অধিনায়ক রফিকুল হাসান জানান, সকল ধরনের ভয়ভীতি ও প্রলোভনের উর্ধ্বে উঠে, দলমতের ভেদাভেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে শক্তহাতে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে র্যাব-১২ কঠোর অবস্থানে থাকবে বলে নিশ্চিত করেছেন। সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিল্পীবৃন্দরা বাংলা, ব্যান্ড,লালনগীতি, লোকগীতি সহ বিভিন্ন ধরনের গান গেয়ে অনুষ্ঠানকে আরও জমকালো করে তোলে।