মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছার বনবাংলা এলাকায় কথিত মোবাইল চুরির অপরাধে ১৫ বছর বয়সী এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে মুষ্টিমেয় উগ্র মনোভাব
সম্পন্ন কিছু লোক। জানাযায়, গত ২২ ডিসেম্বর রাত ৩ টার দিকে উপজেলার বনবাংলা
গ্রামে মোস্তফার বাড়ীতে একই এলাকার আক্কাছ আলীর পুত্র মুস্তাক (১৫) কে মোবাইল চোর সন্দেহে আটক করে গণপিটুনী দিয়ে আটক রাখে। পিটুনীতে মুস্তাক গুরুত্বর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুস্তাককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার্ড করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে মারা যায়। ময়না তদন্ত শেষে বুধবার রাতে লাশ বাড়িতে এনে রাতেই দাফন করে তার আত্মীয়
স্বজনরা। এ ব্যাপারে কিশোর মুস্তাকের পিতা আক্কাস আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় মোস্তফা, হারুনসহ অজ্ঞাত কয়েক জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
জানাযায়, কিশোর মুস্তাক মঙ্গলবার ঢাকা থেকে বাড়ী ফিরতে রাত হয়ে যায়, গভীর রাতে বাড়ি যাওয়ার পথে বনবাংলা এলাকার মোস্তফার বাড়ির কাছে আসতেই মুস্তাককে আটক করে চোর আখ্যা দিয়ে কিছু বুঝার আগেই তাকে গণপিটুনী দিয়ে তাকে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সাথে কথা হলে তিনি জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।