মাসুম বিল্লাহ, মাগুরা প্রতিনিধি:বেশি বেশি বই পড়ি মাদকমুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় স্বর্ণ পাঠাগারের পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩ টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বর্ণ পাঠাগারের প্রধান উপদেষ্টা শ্রী ইন্দ্রনীল বিশ্বাসের সভাপতিত্বে ও স্বর্ণ পাঠাগারের প্রতিষ্ঠাতা শিক্ষক সপন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি গ্রন্থাগারিক ও প্রশাসনিক কর্মকর্তা গণগ্রন্থাগার মাগুরা মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন আমুড়িয়া মাগুরা এর প্রতিষ্ঠাতা ওহিদুজ্জামান, মাগুরা জেলার শিক্ষক সমিতির সভাপতি ও প্রেসক্লাব শালিখার সভাপতি বাহারুল ইসলাম, মাগুরা জেলা পরিষদের সদস্য সবুর মুসল্লি, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মুন্সি, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নোওয়াব আলী,আবালপুর টেকনিক্যাল কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম কানুন,উপজেলার তালখড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমূখ। এসময় উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে জাতীয় দৈনিক যুগান্তরের মাগুরা জেলা প্রতিনিধি আবু বাশার আকন্দ ও মাদক প্রতিরোধে বিশেষ অবদান রাখায় উপজেলা পর্যায়ে দৈনিক লোকসমাজের আড়পাড়া প্রতিনিধি শহীদুজ্জামান চাঁদকে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মনিরুজ্জামান।