মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় উপজেলার বালাশুর (বউবাজার) সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক জাহিদ। শুভ বর্মণের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সদস্য তামিম মৃধা, শ্রীনগর উপজেলা সদস্য প্রসেনজিৎ সূত্রধর, অর্জুন চন্দ্র দাস, কাজী এনায়েত, আশিকুর রহমান রবিন, অ্যাড. নিল কমল, সিরাজদিখান উপজেলার সাধারণ সম্পাদক মো আমির হোসেন ঢালি, সহ সভাপতি ওয়াসিম আহমেদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী নিলয়, জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা শাখার মো. জুয়েল শেখ, মাহবুব জামান খান, মো. আব্দুল আলিম, শুভদ ভাড়ৈই, চয়ন শেখ, দোলন বসু, পাপ্পু বেপারী, ইয়ামিন বেপারী, সৌরভ রাজবংশী,মাহফুজ রহমান সেন্টু, মনির হোসেন নাইম,হৃদয়, রবিন সরদার, দিপু শেখ, বাধন মোল্লা, রাকিব হাওলাদার, বাদল দাস, মো. রিগান, প্রবির বৈদ্য, স্বদিব সাহা, বিকাশ চন্দ্র পাল, জীবন দাস, নাজমুল খান, সুমন দেওয়ান, সফিউল্লাহ, কাজী সাকিব, মোসেদুর রহমান শিশির, আলী মোহাম্মদ, আলী আহমেদ, রিপন,আব্দুর সালাম প্রমুখ।
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভায় বক্তারা বলেন, মানবাধিকার লংঘনের বিষয়গুলো যাতে ঘটতে না পারে এজন্য জনসচেতনামূলক কার্যক্রমে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। পরিবারের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। কোথাও আইন ও মানবাধিকার লঙ্ঘিত হলে তার ব্যাপারে সোচ্চার হতে হবে।