মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধের জের
ধরে এক বৃদ্ধা মহিলাকে কুঁপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। জানা যায়,
উপজেলার গোয়ারী উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল খালেক দুদু, তার ভাইও
প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ট হয়ে বিষ পানে ২০১৮ সালে মারা যায়। এ ব্যাপারে
প্রতিপক্ষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দ:বি: ৩০৬ ধারায় মামলা হয় যাহা
চলমান।
অন্যদিকে তার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জবরদখল করার পাঁয়তারায় বিজ্ঞ আদালতে
মামলা হয়। এ মামলাটি চলমান রয়েছে। এদিকে দুদুর বিধবা স্ত্রী মুর্শিদা বেগম
(৫৫) স্বামীর মৃত্যুর পর নাবালক ছেলে মুরছালিন (১২) কে নিয়ে বাড়িতে থাকেন।
প্রায়ই বিবাদী আকবর আলীর পুত্র বজলু ও বজলুর পুত্র রিফাত প্রাণ নাশের হুমকি
দিয়ে আসছিল। এ ব্যাপারে কিছু দিন পূর্বে মুক্তাগাছা থানায় সাধারণ ডায়েরী করা হয়। গত শুক্রবার সকাল ১০টায় বজলু, রিফাত ও বজলুর স্ত্রী রাশিদা জোর পূর্বক মুর্শিদার জমিতে ঘর উঠাতে আসে। এ সময় মুর্শিদা বাধা দিলে তাকে পিটিয়ে ও কুঁপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে মুর্শিদা মুক্তাগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করেছে মুর্শিদা। পুলিশ তদন্ত করছে।