মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা চেষ্টা থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে জেলার টংগীবাড়ি উপজেলার আউটশাহি ইউনিয়নের চাষেরী গ্রামে। (১৯ ডিসেম্বর) শনিবার রাতে গৃহবধূর স্বামী আরিফ শেখ তার স্ত্রী শারমিন শিলা বেগম (২২) কে এলোপাতাড়িভাবে মেরে ঘরের দরজা বন্ধ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। (২০ ডিসেম্বর) রবিবার সকালে তার মা হামিদা সুলতানা এবং বড়ভাই সুমন তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গৃহবধূ শারমিন শিলা বেগম পাশের উপজেলা সিরাজদিখানে ফুরসাইল গ্রামের আলী আকবরের মেয়ে । জানা যায়,শারমিন শিলার বিয়ে হয় চার বছর পূর্বে টংগীবাড়ি উপজেলার আউটশাহি ইউনিয়নের চাষেরী গ্রামের মৃত মো.ইয়ানুছ শেখের পুত্র আরিফ শেখ (৩৪) এর সাথে। চার বছরে তাদের সন্তান হয় না এ জন্য স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করতেন স্বামী আরিফ শেখ। শারমিন শিলার সন্তান হয় না বলে নানা ছুতোয় প্রায়ই আরিফ শেখ তাকে মারধর ও মানসিক নির্যাতন করতেন। নির্মম নির্যাতন সহ্য করেও শারমিন শিলা মুখ বুজে সংসার করছিলেন। গত শনিবার সকালে বাড়ির ঘরের মধ্যে আটকে তাকে বেধড়ক মারধর করেন আরিফ। সিরাজদিখান উপজেলাা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার আসেক মাহমুদ জানান, নির্যাতনের শিকার নারী রবিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথায়, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা ও আঘাতের চিহ্ন রয়েছে। টংগীবাড়ি থানার অফিসার ইনচার্জা (ওসি) মো. হারুণ অর রশিদ জানান, গৃহবধূ শারমিন শিলার নির্যাতনের ঘটনায় তার মা হামিদা সুলতানা বাদি হয়ে রবিবার রাতে অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।