ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ “মুজিব বর্ষের আহবান” দক্ষ হয়ে বিদেশ যান ” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে অভিবাসী দিবস উপলক্ষে র্যালী প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং প্রবাসী কল্যাণ শাখার কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম রাব্বী।অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (টিএমটি)’র অধ্যক্ষ জিয়াউল হক, বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ , ব্রাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন, মানবাধিকার বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম , দুবাই প্রবাসী সেলিম , এহিয়া খান প্রমূখ। আলোচনা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারীদের সম্মাননা প্রদান করা হয়।