কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় কুমারখালীতে এবার ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নায়ক বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) রাতের কোনও এক সময় উপজেলার কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত বাঘা যতীনের নাক ও ডান গালের কিছু অংশ ভেঙে ফেলা হয়।শুক্রবার সকালে বিষয়টি স্থানীয়রা টের পেলে এ নিয়ে উত্তেজনা শুরু হয়। কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তুভিটায় স্থাপিত কয়া মহাবিদ্যালয়ে কয়েক বছর আগে স্থাপন করা হয় বিপ্লবীর আবক্ষ এ ভাস্কর্যটি। এদিকে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ করেছে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। প্রসঙ্গত, তাঁর পুরো নাম বাঘা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তবে তিনি সবার কাছে বাঘা যতীন নামেই পরিচিত। ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে মাতুলালয়ে এই বিপ্লবীর জন্ম। মাত্র ৩৬ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন বিপ্লবী বাঘা যতীন।