Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বোয়ালমারীতে বেহাল সড়ক দিয়ে ভারি যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
Exif_JPEG_420

বোয়ালমারীতে বেহাল সড়ক দিয়ে ভারি যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
গ্রামীণ একটি বেহাল সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধের দাবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা নামক স্থানে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জালিয়াডাঙ্গা, ধোপাপাড়াসহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গঞ্জর আলী মীর, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ মোল্যা, সোহেবুর রহমান সোহাগ, আসলামুল হক, হান্নান মীর প্রমুখ।

জানা যায়, বোয়ালমারী-শিরগ্রাম সড়কে ভারি যানবাহন চলাচলের কারণে গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা নামক স্থানে সড়কটির বিভিন্ন স্থান ধসে পার্শ্ববর্তী বারাসিয়া নদী গর্ভে বিলীন হওয়ার পথে। কোটি টাকা ব্যয়ে চলতি বছরেই ওই স্থানে ভাঙ্গনরোধে ব্লকের সাহায্যে সড়ক রক্ষার একটি প্রকল্প বাস্তবায়িত হয়। কিন্তু ওই সড়ক দিয়ে ইট ভাটার মাটি টানার ভারি ট্রাক চলাচলের ফলে কিছুদিনের মধ্যেই সড়কটির স্থানে স্থানে ধসে পড়ে।ফলে রাস্তার পাশের বাড়িঘর ঝুকির মধ্যে পড়ে।স্থানীয়রা ভারি যানবাহন চলাচলে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ করেন।কিন্তু চলাচল কারী ভারী ট্রাক গুলি সে অনুরোধে কোন কর্নপাত করেনি।বরং উলটা চাদাবাজি মামলার ভয় দেখান।গ্রামবাসি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply