মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। অপরদিকে কুমিল্লা জেলায় বদলি হয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ।
বুধবার (৯ ডিসেম্বর) স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ১২ জেলায় নতুন এসপি নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ১২ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল আনা হয়েছে।
পুলিশ সুপার ফারুক জেলার বিভিন্ন উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। করোনা মহামারী মোকাবেলায় তিনি ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। জুয়া ও ডাকাতি প্রতিরোধ, মামলার জট কমিয়ে আনা, বিট পুলিশিং এবং পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তাঁর কার্যকর উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়।