জাবি প্রতিনিধি:ভাস্কর্য ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। মহান স্বাধীনতার যুদ্ধের স্মারকস্বরূপ দেশের বিভিন্ন স্থানে নানা ভাস্কর্য এবং বিশেষ করে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে প্রতিনিয়ত এসব ভাস্কর্যের অবমাননা হচ্ছে। ভাস্কর্যের উপরে ছাউনি এবং নিচে বেড়া বা দেয়াল না থাকায় কুকুর, বেড়ালসহ বিভিন্ন পশুপাখি এসবের উপর বিচরণ ও মল-মূত্র ত্যাগ করছে। আবার বিভিন্ন বহুতল ভবন থেকে কফ থুথু নিক্ষেপ করা হয় যা প্রায়ই ভাস্কর্যের উপরে পড়ে। নিয়মিত পরিস্কার এবং যত্ন না নেবার দরুণ নির্মিত ভাস্কর্যসমূহ তার সৌন্দর্য হারিয়ে ফেলছে। তাই মহান মুক্তিযুদ্ধ এবং বাঙালি ঐতিহ্যের নিদর্শনস্বরূপ দেশব্যাপী বিভিন্ন স্থানে ভাস্কর্য নির্মাণের পাশাপাশি যথাযথ উপায়ে সংরক্ষণের আহ্বান করছি।