Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যানজট

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে বুধবার ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এক ঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। এ কারণে সেতুর উপরে ও পশ্চিম মহাসড়কে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এ সময় সেতুর পূর্বপাড় টাঙ্গাইল প্রান্তের ২০ কিলোমিটার ও পশ্চিমপাড় সিরাজগঞ্জ প্রান্তের হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৭ কিলোমিটার সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর সেতু খুলে দিলে দুপুর পর্যন্ত ধীর গতিতে চলে যানবাহন। এ সময় আটকে থাকা যাত্রীরা গন্তব্যে যেতে না পেরে তীব্র ভোগান্তির শিকার হন। এ বিষয়ে একাধিক যানবহনের চালক ও হেলপাররা জানান, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সন্ধ্যা থেকেই এ মহাসড়কে যানবাহনের ধীর গতির শুরু হয়। পরে রাত সাড়ে ১০টার পর থেকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। এতে বঙ্গবন্ধু সেতুর উভয় লেনে গাড়ির চাপ বেড়ে যায়। এ বিষয়ে শাহজাদপুর থেকে ঢাকাগামী মাইক্রোবাসযাত্রী জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ ও শান্ত জানান, তাদের গাড়ি সেতুতে ওঠার পর প্রায় ২ ঘণ্টা যানজটে আটকা পড়ে ছিল। পরে ধীর গতিতে যান চলাচল শুরু হয়। বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলার নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এ কারণে দুর্ঘটনা এড়াতে সেতুর ওপর দিয়ে তিনটির জায়গায় একটি করে যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছিল। এরপর কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাওয়ায় বুধবার ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ১ ঘণ্টা সেতু দিয়ে যান সকল যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে গেলে তা আবার খুলে দেওয়া হয়। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, কুয়াশার কারণে যানবাহনগুলো ধীর গতিতে চলছে। এ কারণে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে শুরু করে নলকা নলকাসেতু পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার মহাসড়ক জুড়ে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির বলেন, দুর্ঘটনা ও ছিনতাই রোধে ওই মহাসড়কটির গোলচত্বর থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত পুলিশের পাঁচটি টিম টহলে রয়েছে। এ ছাড়া এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply