Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বেসরকারি হাসপাতালের সেবামূল্য নির্ধারণ করে দিবে সরকার
--ফাইল ছবি

বেসরকারি হাসপাতালের সেবামূল্য নির্ধারণ করে দিবে সরকার

চট্টগ্রাম প্রতিনিধি:

নির্ধারণ করে দেয়া হবে চিকিৎসকদের পরামর্শ ফিও। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে একটি কমিটি গঠন করা হবে। তারা হাসপাতাল ও ক্লিনিকের রোগী দেখা ও টেস্ট ফি নির্ধারণ করে দেশের প্রতিটি হাসপাতালে সেই মূল্যতালিকা টানিয়ে দেবে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ইচ্ছামত ফি আদায় বন্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার। সেবামূল্য বেঁধে হাসপাতালে চার্ট টানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। মন্ত্রী জানান, হাসপাতাল ও ক্লিনিকে কোন রোগের পরীক্ষার ফি কত হবে এবং ডাক্তারের পরামর্শ ফি কত হবে- তার সবই সরকার ঠিক করে দেবে। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকসমূহের সেবা বিষয়ে পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চেম্বারে চিকিৎসকদের রোগী দেখার ফি আদায়ের নীতিমালা প্রণয়নের চিন্তা করছে সরকার।’‘সেবা পেতে মানুষের যাতে কষ্ট না হয়, সে জন্যই সরকার ফি নির্ধারণ করবে।’ফি নির্ধারণের কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘জনগণ যাতে প্রতারিত না হয়। জনগণ যাতে সঠিক মূল্যে চিকিৎসা পায়। পরীক্ষা-নিরীক্ষা সঠিক মূল্যে করতে পারে।’
এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে একটি কমিটি গঠন করা হবে। তারা হাসপাতাল ও ক্লিনিকের রোগী দেখা ও টেস্ট ফি নির্ধারণ করে দেশের প্রতিটি হাসপাতালে সেই মূল্যতালিকা টানিয়ে দেবে।মন্ত্রী বলেন, ‘যে চার্জ নির্ধারণ করে দেওয়া হবে সেগুলো ডিসপ্লে করতে হবে। সেখানে থাকবে এই ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই সেবা দেয়া হয়, এই সেবার মূল্য এই। যেটা তারা একটা বোর্ডে দিয়ে দেবেন, যেটা সরকারি হাসপাতালে আছে।’মন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালগুলোর ক্যাটাগরি নির্ধারণ করে দেয়া হবে। কারণ হিসেবে তিনি বলেন, বিভিন্ন হাসপাতালের মানও আলাদা, কোনো বড় হাসপাতাল বা ক্লিনিকে অনেক অর্থ ব্যয় করেছে। তাই তাদের আলাদা শ্রেণিতে থাকা উচিত।যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী ডাক্তারদের রোগী দেখার ভিজিট নির্ধারণ করে দেয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply