কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আগ্রাকুন্ডা ও পাথরবাড়ীয়া গ্রামে হঠাৎ করে (২৯) নভেম্বর থেকে গড়াই নদী পাড় ভাঙ্গন দেখা দিয়েছে । নদীর পাড়ের শত – শত ঘর বাড়ি ও ফসলী জমি ভাঙ্গনের মুখে’ আতংকিত এলাকাবাসী । নদী ভাঙ্গনের খবর পেয়ে সদকী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।এই সময় তিনি জানান, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে এলাকায় প্রভাবশালীরা। তারি কারণে শুকনো মৌসুমে হঠাৎ নদী ভাঙ্গন দেখা গেছে । বিষয়টি উপজেলা নির্বাহি কর্মকর্তা কে জানানো হয়েছে, এবং নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।এলাকার সাবেক মেম্বার খলিল রহমান জানান, প্রায় ১৫০ মিটার জায়গা জুড়ে হঠাৎ কয় একদিন ধরে নদী ভাঙ্গন দেখা যাচ্ছে এখনি নদী ভাঙ্গন রোধ করা না হলে ভাঙ্গনে অনেক জায়গায় বিলিন হয়ে যাবে ।এলাকার বাসিন্দা আশাদুর বলেন এই নদী ভাঙ্গনে আমাদের অনেক গাছ পালা নদীতে চলে গেছে পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। কখন যেন নদীতে বাড়ি চলে যায়।এই বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিবুল ইসলাম খান বলেন, নদী ভাঙ্গন কবলিত এলাকার পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি ।কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পীযুষ কৃষ্ণ কুন্ডু তিনি বলেন আমাদের কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। তবে অবশ্যই ঘটনা স্থাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।