ফটিকছড়ি উপজেলা :
ফটিকছড়ি উপজেলায় করোনভাইরাসের সংক্রমণ রোধে ফের মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্কাবস্থায় রয়েছে তারা। ইতোমধ্যে ‘নো মাস্ক ,নো সার্ভিস’ নীতি অবলম্বন করা সহ সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে দফায় দফায় অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। কোথাও কোথাও প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার ১ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি ) জিসান বিন মাজেদ ফটিছড়ি বিবিরহাট বাজারে সর্বসাধারণের জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । এসময় বেশ কয়েকজনকে জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি ) জিসান বিন মাজেদ বলেন :-শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সারাদেশে নতুন করে দুুশ্চিন্তা দেখা দিয়েছে। সচেতন মানুষের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বেড়ে গেছে। সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হারও বেড়ে গেছে। তাই মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।