কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ২হাজার অতিদরিদ্র, প্রতিবন্ধী, গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ও সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে এসব কিটস বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, এএফএডি’র নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমিন, বেসরকারি সংগঠন নারীর নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, ঘোগাদহ ইউপি মেম্বার আব্দুল আউয়াল প্রমুখ। এসময় প্রতিজনকে ঢাকনাসহ বালতি, শাড়ী, গামছা, স্বাস্থ্যসম্মত কাপড়, প্যান্টি, সাবান, নারিকেল তেল, নেইলকাটার, কাপড়কাচা সাবান, স্যান্ডেল, চিড়–নি, কটন ব্যাগ, টুথব্রাশ, টুথপেস্ট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ইউএনএফপিএ’র আর্থিক সহযোগিতায় একশন এইডের মাধ্যমে কুড়িগ্রাম সদর, উলিপুর, রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় বেসরকারি সংগঠন এমজেএসকেএস, এএফএডি, নারী ও আরএসডিএ সহযোগিতায় প্রতিটি উপজেলায় ৫শতাধিক করে মোট ২হাজার নারীকে ১৫ধরণের হাইজিন কিটস বিতরণ করা হয়।