Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আমিরাত প্রবাসীদের জন্য সুখবর
--প্রতীকী ছবি

আমিরাত প্রবাসীদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের চলতি বছরের শেষ পর্যন্ত অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া বৈধ হবার বা দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে সে দেশের সরকার।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) ঘোষণা করেছে যে, অবৈধ অভিবাসী যাদের ভিসার মেয়াদ ১ মার্চের আগে শেষ হয়ে গেছে তারা ডিসেম্বর বা তার আগে আমিরাত ত্যাগ করলে তাদের জরিমানা মওকুফ করা হবে।

আমিরাতের আইডি এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্ত দণ্ড এবং নিষেধাজ্ঞা সমূহ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইসিএ এর বৈদেশিক ইমিগ্রেশনের মহাপরিচালক সাঈদ রাকন আল রশিদী।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই নির্দেশনার সাথে ভিসা লঙ্ঘনকারীদের তাদের অবস্থানকে বৈধ করার জন্য আরো একটি সুযোগও থাকবে।

উল্লেখ্য, এ বছরের ১৪ মে ঘোষণা অনুযায়ী স্বল্প মেয়াদি সাধারণ ক্ষমার মেয়াদকাল ১৭ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।

এদিকে আমিরাত সরকারের এ ঘোষণার পর দেশটিতে অবৈধ হয়ে পড়া অনেক বাংলাদেশীসহ হাজার হাজার প্রবাসী উৎফুল্ল হয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply