মোঃ আমির হোসেন ঢালি, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জ সিরাজদিখানললিতকলা একাডেমীর পঞ্চ কবির গান” শীর্ষক কর্মশালার সমাপনী হয়েছে। সিরাজদিখান পাবলিক লাইব্রেরিতে আয়োজিত দুইমাস পঞ্চ কবিদের গান ও তাদের জীবনী নিয়ে একাডেমির ছাত্রছাত্রীদের সাথে আলোচনায় ও গানে দুইমাস এই কর্মশালা পরিচালনা করেন ললিতকলা অগ্নিবীণা ললিতকলা সংগীত একাডেমির স্বত্তাধিকারী এজাজ খান।
মঙ্গলবার বিকাল তিনটায় পঞ্চ কবি গানের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা -সৈয়দ ফয়েজলু ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল, সরকারি বিক্রমপুর কে.বি কলেজের অধ্যক্ষ শামসুদ্দিন হা. উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুমন মিয়া প্রমূখ, অগ্নিবীণা ললিতকলা সংগীত একাডেমির ছাত্রছাত্রীরা এ সময় গান পরিবেশন করেন।