বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা পৌরসভায় মাল্টি স্টোক হোল্ডার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বার (১৬ নভেম্বর ) বেলা ১১ টায় পৌরসভার কনফারেন্স রুমে সিমাভীর অর্থায়নে, প্র্যাকটিক্যাল এ্যাকশনের এর সহযোীতায় বরগুনা পৌরসভার আয়োজনে এ মাল্টি স্টোক হোল্ডার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাস মহামারী দূর্যোগের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে বরগুনা পৌরসভায় ওয়াশ এর কাজের অগ্রগতি বিষয়ে মাল্টি স্টোক হোল্ডার সমন্বয় সভায় মুক্ত আলোচনা করা হয়।
বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মো. মনিরুজ্জামান জামাল, এর সভাপতিত্ত্বে মাল্টি স্টোক হোল্ডার সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা পৌর কাউন্সিলর ডা.নুরুন নেছা আজাদ, সামসুনাহার, পৌর কাউন্সিলর আতাউর রহমান বাবুল, আল-আমিন তালুকদার, সচিব মো.রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী এইচ,এম সোলায়মান, ,বস্তি উন্নয়ন কর্মকর্তা মো.কামাল হোসেন, কনজারভেন্সী ইন: সঞ্জিব ,্বিভিন্ন এনজিওর প্রতিনিধি, প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রকল্প কর্মকর্তা প্রদীপ চন্দ্র কর্মকার, মো. নাজমুল, কর্মজীবী নারী সংস্থার প্রকল্প কর্মকর্তা রোমানা হক উত্তরণের প্রতিনিধি কাবিরুল প্রমূখ।
পৌরসভায় মাল্টি স্টোক হোল্ডার সমন্বয় সভায় ওয়াশ এসডিজি এ ফেস-২ এর পরিকল্পনা ও পৌর-পানির বিল ডিজিটালাইজেশন করা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উল্লেখ্য সিমাভীর অর্থায়নে, প্র্যাকটিক্যাল এ্যাকশনের এর সহযোীতায় পৌরসভায় এ প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশ সরকারের স্থায়ীত¦শীল উন্নয়ন অভিষ্ঠ-২০৩০ অর্জনে অবদান রাখবে।