জবি প্রতিনিধি:ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে স্থায়ী বহিষ্কারের দাবীতে ফের বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শেষে ভাষা শহিদ রফিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এসময় আগামী ৩ কার্যদিবসের মধ্যে তিথি সরকারকে স্থায়ী বহিষ্কার করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবু মুসা রিফাত, আল রুম্মান, তানভীর আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের কনিক সপ্নীল, ফার্মেসি বিভাগের জয়নাল আবেদীন, ইতিহাস বিভাগের কাদেরসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত বুধবার নরসিংদীর মাধবদীর পাঁচদোনা থেকে তিথি সরকারকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।