প্রতিনিধি জামালপুরঃ জামালপুরে “কারিগরি দক্ষতা বিকাশের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃজন-ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন ” শীর্ষক কর্মসূচীর আওতায় ১৫ দিন ব্যাপী বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জামালপুর শহরের পাথালিয়া ওয়াবাড়ীয়া সৃষ্টি মহিলা উন্নয়ন সংস্থা মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রগ্রেসিভ সেবা কেন্দ্র (পিএসকে)প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন। জামালপুর প্রগ্রেসিভ সেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক ডাঃ এম.এ মনসুরের সভাপতিত্বে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাউন্সিলর উসমান গনী মুছা, মহিলা কাউন্সিলর সায়মা হামজা সিমি, জামালপুরে (জেইএসসি)’র সেন্টার ইনচার্জ মোহাম্মদ দিদারুল হক, খলিলুর রহমান আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সেলী আকন্দ, জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ সহ পাটপণ্য উৎপাদন প্রশিক্ষণার্থীসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ নারী উদ্যোক্তাদের উৎপাদনকৃত পাট পণ্যের বিভিন্ন উপকরণ পরিদর্শন করেন।