ইসলামপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর চরপুটিমারিতে ঐতিহ্যবাহি ডিগ্রীরচর জামিয়া মুফিজিয়া মাদ্রাসা ও (এতিমখানা) হতে এলাকার প্রধান সড়ক গুলোতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য, ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশ ও মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১ নভেম্বর দুপুরে ইসলামপুর র্পূব অঞ্চলের সর্বস্থরের ওলামাদের আয়োজন এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন মসজিদের ঈমান ও মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা, ধর্মপ্রান মুসলমান রা অংশ গ্রহন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলমানদের উপর হামলা ও নিপিড়নেরও তীব্র নিন্দা জানান।