সরাইল প্রতিনিধিঃ দু-দিন ধরে সারা দিন সরাইলে মেঘাচ্ছন্ন আকাশে – ঝিরিঝিরি বৃষ্টি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, যদিও কার্তিক মাস এসেছে এক সপ্তাহের ধর-ধর। শনিবার (২৪ অক্টোবর ) সকালে তোলা ছবি উপজেলার শাহবাজপুর ব্রীজ থেকে।আকাশ থাকবে ঝকঝকে নীল। সূর্য ছড়াবে মিষ্টি আলো। সঙ্গে হালকা হিম বাতাস। কিন্তু প্রকৃতির মাঝে এখন কোনো কিছুরই দেখা নেই। বরং আকাশ মেঘাচ্ছন্ন। ঝরছে ঝিরিঝিরি বা ভারী বৃষ্টি। সূর্যের দেখা তো নেই বললেই চলে। আজ সকাল থেকে উপজেলাতে দিনের শুরুতে সূর্যের দেখা মিললেও তা পরক্ষণে মেঘা ঢাকা পড়ে মেঘাচ্ছন্ন আকাশ জানান দিচ্ছে শীতের। যদিও রাতের শেষ অংশে কাঁথামুড়ি দিতে হচ্ছে। ঝিরিঝিরি বাতাসে আসছে শীতের আগাম বার্তা দিচ্ছে।