ঝিনাইদহ সংবাদদাতা:
‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, আত্মহত্যা, ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ আয়োজন করে সদর থানা পুলিশ। এসময় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক শ্যামবাজার পত্রিকার সহ-সম্পাদক আলী হাসান। অনুষ্ঠানে মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা, নারী ধর্ষন ও নির্যাতন বন্ধে সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করার আহ্বান জানান।