Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরাইলে পাঁচ দফা দাবিতে ‘ফারিয়া’র মানববন্ধন
--প্রেরিত ছবি

সরাইলে পাঁচ দফা দাবিতে ‘ফারিয়া’র মানববন্ধন

সরাইল প্রতিনিধিঃ “অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে” এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সারা দেশের ন্যায় বেতন বৈষ্যমের প্রতিবাদে ও সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন  (ফারিয়া)র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার উচালিয়া পাড়ার মোড় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।ফারিয়ার সরাইল শাখার  সভাপতি ওমর ফারুক ঠাকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খানে’র  সঞ্চালনায় বক্তব্য দেন,উপজেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক মোঃ কামরান হোসেন, অর্থ সম্পাদক জাবের আহমেদসহ সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।বক্তারা দাবি করেন, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান ও সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান প্রদান করতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply