মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছায় ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লাল চাঁন (৪০) গ্রেফতার। গত শনিবার দুপুরে মুক্তাগাছার প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলের বটগাছিয়া এলাকায় আব্দুল মজিদের পুত্র লাল চাঁনের মনোহারি দোকান থেকে মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা, গাজা, বাংলা মদ, কয়েক কার্টুন যৌন উত্তেজক ট্যাবলেটসহ মাদক উদ্ধার করে। উদ্ধার কৃত মাদকের মধ্যে ৪ বোতল বাংলা মদসহ অনেক খালি বোতল,ইয়াবা ট্যাবলেট ৫ পিছ, গাজা দিয়ে বিড়ি বানানো কয়েক প্যাকেট, যৌন উত্তেজক ট্যাবলেট ২ কার্টুন উদ্ধার করে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা, টাঙ্গাইল জেলার মধুপুর ও জামালপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা পাহাড়ী প্রত্যন্ত অঞ্চল নটাকুড়ি, ভদ্রেরবাইদ, বিন্নাকুড়ি, লাল মাটিয়া, শুকুর কড়া, বন্দ চেতুলিয়াসহ প্রত্যন্ত পাহাড়ী এলাকায় একচ্ছত্রভাবে মাদক ব্যবসা করে আসছে। এ বটগাছিয়া এমন একটি জায়গা বর্ষা মৌসুমে অত্র এলাকায় চলাচল খুবই দুরহ ব্যপার। পায়ে হেঁটে যাওয়া ছাড়া অন্য কোন উপায়ে সেখানে যাতায়াত খুবই দুষ্কর। পুলিশ প্রশাসনসহ কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তড়িৎ গতিতে সেখানে পৌছানো খুবই কষ্টকর। যার দরুন অপরাধীরা এবং মাদক ব্যবসায়ীরা তাদের অভয়ারণ্য হিসেবে অত্র এলাকায় নির্দিধায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উক্ত লাল চাঁনের সিন্ডিকেটের আওতায় আরও কিছু সংখ্যক এজেন্ট জড়িত। তাদের মাধ্যমেই বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সিন্ডিকেট গড়ে তুলে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের লোক আসার খবর পেলেই
কৌশলে তার দোকান থেকে মাদক সরিয়ে রেখে নিজেকে ভাল মানুষের পরিচয় প্রকাশ করে। বাস্তবে এর উল্টো চিত্র। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন প্রকার মাদক সহ ধরা পরার পর তার আসল রূপ প্রকাশ পায়। এলাকাবাসী অনেকেই জানায় অনেকেই জানিয়েছে লাল চাঁনের সিন্ডিকেটের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলে কথা বলতে সাহস পাচ্ছিল না। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা সরেজমিনে তদন্ত করলে তার সিন্ডিকেটের সদস্যদের অপকর্মের আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে এলাকাবাসী জানিয়েছে। এলাকাবাসীর দাবি এ ব্যাপারে পুলিশ প্রশাসন তদন্ত পূর্বক মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে আইনানুগ কঠিন ব্যবস্থা গ্রহণ করবে।