বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারীতে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ করেছে বোয়ালমারী থানা পুলিশ। সারা দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বোয়ালমারী উপজেলার ১০ টি ইউনিয়নের দশ স্থানে একযোগে বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পৌরসভার তিনটি স্থানেও একইসাথে এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী পৌরসভার হল রুমে অনুষ্ঠিত ২ নং বিট আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মোজাফফর হোসেন মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, প্যানেল মেয়র আব্দুল কুদ্দুস।ওয়াপদা মোড়ে অনুষ্ঠিত ১ নং বিট (পৌরসভার ওয়ার্ড ১, ২ ও ৩) পুলিশিং কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আজিজুল হক, বিভিন্ন ইউনিয়নে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী এ ধরনের পৃথক সমাবেশে উপস্থিত ছিলেন চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবুর রহমান, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। সমাবেশ শেষে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।