কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। ১৪ অক্টোবর দুপুর ১২ টায় একতা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়। ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুর অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়। এসময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, জছিমিঞা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বিবিএফজি প্রজেক্টের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারত চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিখা খাতুন প্রমূখ। বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরণা বেগম জানান, গভর্নেন্স ইনোভেশন ইউনিটের শর্ত অনুযায়ী প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণার সূচক সমূহ অর্জিত হওয়ায় সদর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলো। এ ইউনিয়নে চলতি বছরে বাল্যবিবাহের হার ২দশমিক ৩৪ শতাংশ। ছাত্রীদের ঝড়ে পড়ার হার ১ দশমিক ৪৮ শতাংশ।