সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা আইন-শৃখলা
কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজেন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম । এ সময় আরো উপস্থিত ছিলেন সভার উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান, অ্যাড.তাহমিনা আক্তার
তুহিন, সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাত, সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ রিজাউল হক,সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল,ক্যাব সাধারান সম্পাদক মো.নাছির উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, প্রশাসনের কর্মকর্তাসহ আইন- শৃখলা কমিটির সদস্যরা। সভায় সিরাজদিখান ক্যাব সাধারন সম্পাদক মো.নাছির উদ্দিন অবৈধ যত্রতত্র ড্রেজারের পাইপ বিষয়ে অবহিত করলে বিষয়টি প্রশাসন আমলে নেন এবং খুব শীগ্রই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নিবেন বলেও জানান ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এছাড়া বাজার তদারকি বিষটিও আলোচনায় উঠে আসে ।উপজেলা থানার রোডের যানজট, উপজেলার আইন-শৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে দিকে নির্দেশনামুলক আলোচনা হয়।