Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জামালপুরে ডাঃ সুলতানা পারভীনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ডাঃ শাহাদাৎ হোসেন আটক

জামালপুরে ডাঃ সুলতানা পারভীনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ডাঃ শাহাদাৎ হোসেন আটক

,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক সুলতানা পারভীনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অপর চিকিৎসক শাহাদাৎ হোসেনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জামালপুর কোর্টে প্রেরণ করেছে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম খান জানান,তদন্ত চলাকালে সন্দেহভাজন হিসেবে ডাঃ শাহাদাৎ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসা বাদের প্রয়োজন হয়। জিজ্ঞাসাবাদ শেষে ১০ অক্টোবর তাকে কোর্টে চালান দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। আশাকরছি দ্রুতই ডাঃ সুলতানা পারভীনের মৃত্যুর রহস্য উন্মোচন হবে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট সন্ধ্যার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে গাইনী ডাঃ সুলতানা পারভীনের লাশ উদ্ধার করা হয়। ২২ আগস্ট ডাঃ সুলতানা পারভীনের ভগ্নিপতি আসাদুল হাফিজ চৌধুরী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
ডাঃ শাহাদাৎ হোসেন মেলান্দহ উপজেলার আদ্রা গ্রামের ফজলুল হক ও সুরাইয়া বেগম আলোর ছেলে।তাঁরা উভয়ই মেলান্দহ উপজেলা ফ্যামিলি প্ল্যানিংয়ের ভিজিটর ছিলেন।ডাঃ  শাহাদাৎ হোসেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে কর্মরত আছেন। শাহাদাৎ হোসেন বিয়ে করেন ঢাকার বিক্রমপুরের মেয়ে ডা.খুশওয়াতুল জাহানকে। ডাঃ খুশওয়াতুল জাহান আনোয়ারা মডেল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।ডাঃ  শাহাদাৎ হোসেনের পিতা ফজলুল হকের দাবি ডা. সুলতানা পারভীনের মৃত্যুর সাথে তাঁর ছেলের কোন সম্পৃক্ততা নেই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply