কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া শহরের বাণিজ্যিক এলাকায় অবস্থিত শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী নাট্য সংগঠন পরিমল থিয়েটারের নিজস্ব মালিকানা সম্পত্তি জালিয়াতি করে রেজিষ্ট্রি করা হয়েছে মর্মে আদালতে মামলা দায়ের করেছেন পরিমল থিয়েটারের নেতৃবৃন্দ। মামলা দায়েরের প্রেক্ষিতে উভয় শুনানীর পর আদালত ওই সম্পত্তি ভোগ দখলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ বিষয়ে পরিমল থিয়েটারের সভাপতি সানোয়ার উদ্দিন রিন্টু জানান, বিগত ২০১৪ সালের ১৭ জুলাই পরিমল থিয়েটারের সাধারণ সম্পাদক আবু তাহেরের যোগসাজসে তৎকালীন কুষ্টিয়া শহর নিয়ন্ত্রক শেখ সাজ্জাদ হোসেন সবুজ কুষ্টিয়া সদর সাব রেজিষ্ট্রি অফিসে ভুয়া রেজুলেশন তৈরী করে ০.০৮৭১৬৫ একর জমি খাস কবলা রেজিষ্ট্রি করে নেয়। সে সময় আমি লিভার রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এ অবস্থায় আবু তাহের আমাকে দিয়ে ওই দলিলে স্বাক্ষর করে নেয়। তারপর ২০১৫ সালের ১৫ আগষ্ট শেখ সাজ্জাদ হোসেন সবুজ নিখোঁজ হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। পরবর্তীতে পরিমল থিয়েটারের পক্ষ থেকে ভূয়া রেজিষ্ট্রি বাতিল ও পাওনা টাকা আদায়ের আরজি জানিয়ে কুষ্টিয়া যুগ্ম জেলা জজ আাদালতে মামলা দায়ের করা হয়। যার নং ৪৬/১৭। উভয় পক্ষের শুনানীর পর গত ৪ই অক্টোবর ২০২০ ইং তারিখে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন।