Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভে বিক্ষোভে উত্তাল গাইবান্ধা দিনভর মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভে বিক্ষোভে উত্তাল গাইবান্ধা দিনভর মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি:
দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে শনিবার গাইবান্ধা ক্ষোভে বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার প্রতিবাদ সমাবেশ ও শহরের ডিবি রোডসহ বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত হয় এবং জেলা শহরের একাধিক সংগঠন প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে। এসব কর্মসূচিতে গাইবান্ধার রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার প্রতিবাদ সমাবেশে সংগঠনের জেলা সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের র সাধারণ সম্পাদক অ্যাড. আহসানুল করিম লাছু, বিশিষ্ট কবি ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, কবি সরোজ দেব, নাট্যজন ফারুক শিয়র চিনু, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, অধ্যাপক মমতাজুর রহমান বাবু, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, দেবাশীষ দাশ দিপু, শাহ আলম বাবলু, খন্দকার সুমন, শাহনাজ আমিন মুন্নি, আখিরুজ্জামান বাবু, আলাল আহমেদ, স্বপন কুমার সাহা, আশরাফুল ইসলাম সবুজ, শরিফুল ইসলাম বাবু, আলম মিয়া, শামীম আহমেদ, শাহজাহান সিরাজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আমিন।
বক্তারা বলেন, ধর্ষণকারীর কোন পারিবারিক-সামাজিক রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ধর্ষণকারীর একটাই পরিচয় সে হায়েনা এবং জঘন্য অপরাধী। সেজন্য ধর্ষণ এবং নারী নির্যাতনের মত ন্যাক্কারজনক অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধা শহরের ডিবি রোডে মহিলা পরিষদ, জনউদ্যোগ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, সুশাসনের জন্য নাগরিক সুজন, বাংলাদেশ মহিলা পরিষদ, কর্মজীবী নারী, দুর্বার নারী নেটওয়ার্ক, বিকশিত নারী নেটওয়ার্ক, শিশু-কিশোর মেলা, সম্প্রীতি ফোরামসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এছাড়া আমাদের গাইবান্ধার উদ্যোগে জেলার বিভিন্ন সংগঠন রক্তযোদ্ধা ফাউন্ডেশন, ব্লাড ডোনারস্ ইন গাইবান্ধা, রুধির দাড়িয়াপুর, প্রিন ভয়েস, উদ্যোগ, মৈত্রেয়, জাগ্রত তরুন সংঘ, সবার তরে আমরা, গাইবান্ধা মিউজিক ফ্যানস কমিউনিটি, ফুড লাভারস, বৈচিত্র্যময় বালাসি, এসএসসি-০২ ব্যাচ, স্বপ্নবাজ, উত্তরবঙ্গ ফেসবুক কমিউনিটি পৌর শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ এবং জেলা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন খন্দকার নুর কুতুবুল আলম তুষার, মো. আসিফ সরকার, মোসাদ্দেক হোসেন মামুন,সায়হাম রহমান প্রমুখ। বক্তারা দেশব্যাপী ক্রমবর্ধমান নারী-শিশু ধর্ষণ-নির্যাতন, হত্যার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার প্রতিবাদ ও প্রতিরোধের আহবান জানান।

About Syed Enamul Huq

Leave a Reply