Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় রেলওয়ের জমি দখলমুক্ত অভিযান, বাধাদানে দুইজনের জেল

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় রেলওয়ের জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর দেড়টায় কোর্ট স্টেশন থেকে জগতি পর্যন্ত প্রায় ৪৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন রেলওয়ে পাকশী ডিভিশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিভাগীয় এষ্টেট অফিসার মো: নুরুজ্জামান। এসময় অভিযান পরিচালনায় রেল পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে সরকারী কাজে বাধাদানের অভিযোগে দুইজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের প্রত্যেককে ৭দিন করে কারাদন্ডাদেশ দেন । দন্ডপ্রাপ্তরা হলেন- রেল বস্তির বাসিন্দা রিটন (২৮) ও আমিরুল (৩২)। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নরুজ্জামান বলেন, রেল নিরাপত্তা নিশ্চিতে আইনানুযায়ী একটি নির্দিষ্ট দুরুত্ব পর্যন্ত সব সময় ১৪৪ধারা জারি থাকে। অথচ বিভিন্ন প্রভাবশালীদের প্রভাবে বিভিন্ন অবৈধ স্থাপনা তৈরী করে রেলকে বিপদ জনক পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। ইতিপূর্বে রেল কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে তাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছে। সোমবার (০৫ অক্টোবর) এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিংও করা হয়েছে। অথচ এই উচ্ছেদ অভিযানে এরা বাধাদানের চেষ্টা করায় দ:বি: ১৮৩ ধারায় তাদেরকে ৭দিনের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) আবারও আগামী ১মাস সময় বেধে দেয়া হয়েছে, এর মধ্যে এসব স্থাপনা সরিয়ে না নিলে আগামী মাসে বুলডোজার দিয়ে সবগুড়িয়ে দেয়া হবে এবং অবৈধ দখল উচ্ছেদ করা হবে।তিনি আরও বলেন পাকশী ডিভিশনের অধীনে কমপক্ষে ৩৬হাজার একর জমি বিভিন্ন দখবাজরা দখল করে রেখেছে। ইতিমধ্যে ১২শত একর জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এখনও প্রায় ৩০ থেকে ৪০হাজার এরকম অবৈধ দখলদার আছে, পর্যায়ক্রমে সবই উচ্ছেদ করে উদ্ধার করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply