নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা, কোটি বাঙ্গালীর হৃদস্পন্দন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ান ডে দলের সফল অধিনায়ক। আজ সোমবার তার জন্মদিন। তিনি নড়াইলে নেই জন্মদিন পালন তিনি পছন্দ না করলেও তবুও তার জন্মদিন পালন থেমে থাকেনি। দেশের কোটি সমর্থক,শোভাকাঙ্খি তার জন্মদিন পালনে কেক কাটা, বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। নড়াইলে নানা শ্রেণি পেশার মানুষও তার জন্মদিন পালনে নানা আয়োজন করেন। এত কিছুর পরেও তা ছাপিয়ে আলোচনায় এসেছে একযোগে এবং একই সময়ে নড়াইলের ৩২টি আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র মানুষ মাশরাফির জন্মদিন পালনের বিষয়টি নিয়ে। সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চিত্রা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত হত দরিদ্র মানুষরা কেককাটা,ফুল ছিটানো,মিষ্টি বিতরণ,দোয়া মাহফিলসহ হাসি-আনন্দ উৎসবের মধ্যে মাশরাফির জন্মদিন পালন করেছেন।মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন এবং মা হামিদা মর্তুজা বলেন,ছেলের জন্মদিন পালনে কেককাটাসহ আনুসঙ্গিক কোনো আনুষ্ঠানিকতা আমাদের পরিবারে কোন দিন ছিলা না আগামিতে হবেও বলে মনে হয় না। কারণ মাশরাফি এগুলো পছন্দ করে না। তারা বলেন,তার কোটি ভক্ত অনুরাগী পালন করলে ঠেকানো যাবে না। তারা ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।নড়াইল জেলা আ্ওয়ামী লীগের সাবেক বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন বলেন,মাশরাফির অনুষ্ঠান মানেই অন্য রকম অনুভূতি, আবেগ,আনন্দ-উৎসবের অনুষ্ঠান। কোটি জনতা ভেদাভেদ ভুলে দিনটা পালন করে থাকেন। তিনি দাবি করেন,তারই ইচ্ছায় আমরা এবার নড়াইলের ৩২টি আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র মানুষদের নিয়ে জন্মদিনটি পালন করেছি।অনুষ্ঠানে জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক এস,এম পলাশ,জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম,যুবলীগ নেতা খোকন সাহা,মাসুদুল হাসান শাবু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল,মহিদুর রহমান,জাহিদুল ইসলাম প্রমুখ।এছাড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন দিনটি পালনে চিত্রা রিসোর্টে কেককাটাসহ মিষ্টি বিতরণ,দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক,সহ সভাপতি শামীমুল ইসলাম টুলু,কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম,কামরুল আলমসহ প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।মাশরাফি ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল পৌরসভার আলাদাতপুর গ্রামে নানা মরহুম আতাউর রহমানের বাড়িতে জন্মগ্রহণ করেন।