সিরাজদীখান(মুন্সীগঞ্জের)প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে সামাজিক দুরত্ব মেনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে চলেছে বিকেল পর্যন্ত।
উপজেলার ১৪ টি ইউনিয়নে ১৪ দিন চলবে এই ক্যাম্পেইন। ১৪ দিনের এই ক্যাম্পেইনে উপজেলার ১৩৭ টি কেন্দ্রে প্রায় ৩৩ হাজার ৬ মাস থেকে ৫ বছর বয়সের সকল শিশুকে এই ভিটামিন এ প্লাাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, অভিবাবকদের উপচে পরা ভির। সেখানে সামাজিক দুরত্ব মেনে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবং সাবান দিয়ে সকলকে হাত ধোয়ার কথা বলা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো. বদিউজ্জামান বলেন, আমাদের কর্মীদের সাথে স্বেচ্ছাসেবক কাজ করছে। সামাজিক দুরত্ব মেনে ক্যাম্পেইন চলছে। আমরা সাবান দিয়ে হাত ধোয়ারও ব্যাবস্থা করেছি।