অনলাইন ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ১টি বল্লম উদ্ধার করেছে। জানা যায়, বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে। নাইক্ষ্যংছড়ির চাকড়ালায় গতকাল সোমবার
৫ অক্টোবর ভোর ৩টা ৩০মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদের নির্দেশনায় চাকঢালা বিওপির জেসিও- নাঃ সুবেদার মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপি হতে আনুমানিক ২কিঃমিঃ দক্ষিণে এবং সীমান্ত মেইন পিলার ৪২ এর ০২ এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে হামিদাপাড়া নামক স্থান অভিযানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসিরা পালিয়ে যায়। এতে। উদ্ধারকৃত অস্ত্র দুটি নাইক্ষ্যংছড়ি থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে জানতে চাইলে, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ পরিত্যক্ত অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে প্রতিবেদককে জানান সীমান্তে মাদক, নারী, শিশু,পাচারকারি সহ সন্ত্রাসিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।