Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ছাত্রীধর্ষণের বিচার ও ধর্ষকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
--সংগৃহীত ছবি

ছাত্রীধর্ষণের বিচার ও ধর্ষকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক:

মুক্তাগাছা উপজেলার সীমানা সংলগ্ন সদর থানার অষ্টধর ইউনিয়নের কাউনিয়ায় ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ এবং বখাটে ধর্ষক সুমিজ হোসেন সজিবকে গ্রেফতারের দাবিতে শুক্রবার বেলা ১১টায় এক মানববন্ধন অনুষ্ঠিতহয়। সদর থানার কাউনিয়া গ্রামের ময়মনসিংহ-পিয়ারপুর রোডে স্থানীয় ছাত্রসমাজ,যুবসমাজও মহিলাসহ স্বর্বস্তরের জনগণ ঘন্টাকাল ব্যাপি এ মানববন্ধনে অংশগ্রহণ করে। ময়মনসিংহ সদর উপজেলা ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: মিরাজ আলী, অষ্টধর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার জিয়াউর রহমান, সাবেক মেম্বার শামছুলহক, শিক্ষক নাসির হোসেন, স্থানিয় ডাক্তার হাবিবুর রহমান হাবিব, সমাজসেবক তারিকুলইসলাম, বায়োগ্যাস কর্মসূচীর ম্যানেজার নবীন হেসেন মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ১১ সেপ্টেম্বর ২০২০ কাউনিয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র বখাটে সুমিজ হোসেন সজিব সন্ধ্যা ৭ টায় স্কুলছাত্রী নিপা আক্তারকে ফুসলিয়ে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণকরে। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইন সংশোধনী ২০০০এর ৯(১)একটি মামলা হয়। মামলা নং-৭৩(৯) ২০২০। পুলিশ অদ্যবধি মামলার আসামি সজিবকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা বখাটে সজিবকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, বখাটে সজিবের পিতা আব্দুর রহিম, তার জেঠা লিয়াকত আলী ও ভাই উজ্জল মিয়া ধর্ষিতার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। তারা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে আসামি সজিবের পরিবারের লোকজন প্রভাবশালী এবং বিত্তবান হওয়ায় প্রতিনিয়ত ধর্ষিতার পরিবারকে মামলা উঠিয়ে নিতে হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে নিপার পিতা-মাতাসহ পরিবারের লোকজন আতঙ্কে কালাতিপাতকরছে। নিপার মা মনোয়ারা বেগম ও বাবা বাদল মিয়া জানান আমরা ন্যায়বিচার হতেবঞ্চিত হচ্ছি মামলা করলেও পুলিশ আসামী ধরছেনা। আসামি গা-ঢাকা দিলেও পালিয়ে থেকেই তাদের লোকজন দ্বারা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ময়মনসিংহ পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply