বরগুনা প্রতিনিধি: বরগুনায় মুগডাল চাষে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি বিষয়ক প্রকল্প সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( ১ অক্টোবর-২০) সকাল ১০ টায় জে এইচ হল রুমে পিকেএসএফ এর তত্বাবধানে ও অর্থায়নে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি),র বাস্তবায়নে আধুনিত পদ্ধতিতে মুগডাল চাষের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি করণ শীর্ষক ভেল্যু চেইন প্রকল্প সম্প্রসারণ বিষয় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা এনজিও ফোরামের সভাপতি মো. আ. মোতালেব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসার টি এম মাহবুবুল হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি অফিসের এসএপিপিও মো. মুনিরুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন বরগুনা ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি),র ঢাকা মুগডাল ভেল্যু চেইন প্রকল্প এর প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ নিয়ামুল কবীর ,স্বাগত বক্তব্য এরিয়া ম্যানেজার মো. কাজী জসীম উদ্দিন।এ সময় আরো খামার বাড়ি এর প্রতিনিধি কৃষিবিদ ড. অসিত বরন মন্ডল, ডিএসকে এর প্রতিনিধি ফাতেমা পারভীন মিতু, সুশিলনের সিও ইয়াসমিন জাহান, সংগ্রামের পিও মিজানুর রহমান, টিএসও এর এসআর ইউসুফ আলী উজ্জল, পেট্রোকম এর এসও সোহাগ মিয়া, মেনেটিকার এরিয়া ম্যানেজার আ. হাই , ভেল্যু চেইন প্রকল্প এর ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ধনঞ্জয় কুমার রায় ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যাক্তিবর্গসহ বরগুনার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“কৃষকদের উন্নয়নে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি),যে ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে তা সত্তিই প্রশংসার দাবি দার। আমি আশা করছি ভবিষ্যতে এই সহযোগিতা অব্যহত থাকবে।তিনিই আধুনিত পদ্ধতিতে মুগডাল চাষের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি করণ শীর্ষক ভেল্যুচেইন প্রকল্প সম্প্রসারণ প্রকল্পের জন্য শুভ কামনা এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।
উল্লেখ্য যে, পিকেএসএফ এর তত্বাবধানে ও অর্থায়নে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট আধুনিত (ডিএফইডি) পদ্ধতিতে মুগডাল চাষের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি করণ শীর্ষক ভেল্যু চেইন প্রকল্প বরগুনা বাস্তবায়ন করছে।