কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
“তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” ও “সংকট কালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত তথ্য দিবস উদযাপন উপলক্ষে তথ্য ও প্রযুক্তির বিভিন্ন বাধ্যবাধকতা নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস সাইফুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম সাজ্জাদ হোসেন, উছমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম কারী, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান, কুলিয়ারচর থানা উপ-পরিদর্শক এমদাদুল হক সহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অ্যাকাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান।