Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপরে

নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপরে

নীলফামারী থেকে:

তিস্তা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টি ও উজানের ঢলে আজ সকালে নীলফামারীর তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। গতকাল বুধবার সকাল থেকে ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বাড়তে শুরু করলে সন্ধ্যা ৬টায় বিপদসীমা অতিক্রম করে। রাত ৯টায় তা আরও বৃদ্ধি পেয়ে ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সূত্র থেকে জানা যায়, অতিবৃষ্টি ও উজানের ঢলে গত বুধবার সকাল থেকে ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বাড়তে শুরু করে।

তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে জেলার ডিমলা উপজেলার নদীবেষ্টিত পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছচাপানী, পশ্চিম ছাতনাই ইউনিয়ন ও তিস্তার ভাটিতে জলঢাকার তিনটি ইউনিয়নসহ ১৫ গ্রামের ১০ হাজার পরিবারের বসতবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। ঝুনাগাছচাপানি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বলেন, ছাতুনামা ভেন্ডাবাড়ি ও ফরেস্টের চরের ৫ শতাধিক পরিবারের বসতবাড়ি বন্যার পানিতে থৈ থৈ করেছে। কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি বেড়ে এসব পরিবারের বসতভিটা তলিয়ে গেছে। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের আটটি গ্রাম বন্যার ঝুঁকিতে পড়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, অতিবৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ব্যারাজ পয়েন্টে সকাল ৯টায় নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণে ব্যারাজের সব কটি গেট (৪৪) খুলে রাখা হয়েছে ।

About Syed Enamul Huq

Leave a Reply