Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আওয়ামীলীগের ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই মধুখালীতে গোপন ব্যালটে ভোট

আওয়ামীলীগের ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই মধুখালীতে গোপন ব্যালটে ভোট

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে ভোটের আগেই ভোট শুরু হয়েছে। উপজেলার গাজনা ও কোরকদী ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী নির্বাচন করতে তৃণমূলেল ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন শুরু হয়েছে।
এ কার্যক্রমকে বাস্তবে রুপ দিতে আজ রোববার গাজনা ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে সরকারী ভোটের আদলে পুলিশ প্রহরায় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের ভোট গহণ করা হয় মোট ৮৩ জন ভোটারের মধ্যে ৮১ জন ভোটার ভোট প্রয়োগ করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. আলিউজ্জামান খোকন। ভোট গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মো. ফারুক হোসেন, সহ দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দায়িত্বপ্রাপ্ত যুগ্ন সাধারন সম্পাদক মো. ইলিয়াছ মিয়া,সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার। এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক রেজাউল হক বকু, সহ সভাপতি আব্দুস সালাম মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক একে আজাদ, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, সহ প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। তৃণমূলের ভোটে গোলাম কিবরিয়া প্রথম প্রাপ্ত ভোট-২৫, গাজনা ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ কামাল হোসেন মোল্যা দ্বিতীয় প্রাপ্ত ভোট-১৭ এবং সুখেন মজুমদার প্রাপ্ত ভোট-১৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। প্রার্থী ছিলেন ৬ জন। অপরদিকে শনিবার সন্ধ্যায় কোরকদি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ওসমান গণী মোল্যার সঞ্চালনায় কোরকদি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা পরবর্তী কোরকদি ইউনিয়নের দলীয় প্রার্থী নির্বাচনে উপস্থিত নেতাকর্মিদের সমর্থন চাইলে বর্তমান চেয়ারম্যান মোঃ মুকুল হোসেনকে হাত উচ্চু করে সংখ্যা গরিষ্ঠ্যের ভিত্তিতে ১ম , মোঃ খুরশিদ আলম ২য় এবং মো. উমমর ফরুক ৩য় নম্বররে নির্বাচিত হন । দলীয় প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন ত জন। ভোট গ্রহন ২০ অক্টোবর ২০২০ খ্রিঃ। এ দুটি ইউনিয়নে সাধারন নির্বাচন অনুষ্ঠানের তফসীল ঘোষনা করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply