Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রামগঞ্জে ওয়াপদা সড়কে ৫ কিলোমিটার সড়কের বেহালদশা, সংস্কার দাবী

রামগঞ্জে ওয়াপদা সড়কে ৫ কিলোমিটার সড়কের বেহালদশা, সংস্কার দাবী

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের ব্যস্ততম ওয়াপদা বেড়ী বাঁধ সড়কের বেড়ীঁ বাজার থেকে রামগঞ্জ সড়কের প্রায় ৫কিলোমিটার সড়ক সংস্কার দাবী করেন স্থানীয় ভুক্তভোগীরা।
জানাগেছে সড়কটি সংস্কার অভাবে সামান্য বৃষ্টিধারা হলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটিতে গত কয়েকবছর ছোট বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একসময় পায়ে হেঁটে স্কুল,কলেজগামী শিক্ষার্থীরা কষ্টের মধ্য যাতায়াত করতেন। এ সড়ক দ্রুত সংস্কার না হলে সড়কে পথযাত্রী পায়ে হেঁটে চলাচল ব্যাহত হওয়ার অাশংকা থাকবে বলে ভুক্তভোগীরা অভিমত ব্যক্ত করেন।
ঠিকাদার আক্তার হোসেন জানান ৫কিলো সড়ক সংস্কার অভাবে রামগঞ্জের দক্ষিণাঞ্চলের প্রায় বিশ সহস্রাধিক মানুষ চরম ভোগান্তী শিকার হচ্ছেন। ৫কিলোমিটার সড়কে প্রায় ৩০মিনিট ব্যয় স্থলে বিকল্প সড়কে যাতায়াত করতে প্রায় দেড় ঘন্টা সময় বেশী ব্যায় করতে হয়। কালিকাপুর গ্রামের বাসিন্দা মশিউর রহমান জানান সড়কটি সংস্কার জরুরি ভিত্তিতে প্রয়োজন। রামগঞ্জের দক্ষিণাঞ্চল প্রায় ১০ গ্রামের মানুষ রামগঞ্জ উপজেলা পরিষদ,থানা পরিষদ, হাসপাতালে চিকিৎসা সেবাসহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াত করেন এ সড়কে। 
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনির হোসেন চৌধুরী জানান পাউবো সড়কের ৫ কিলোমিটার সংস্কার হাজারো জনসাধারণ ভোগান্তি শিকার হচ্ছে। শিগগিরই পাউবো কর্ত্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সড়কটি সংস্কার আশ্বস্থ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply