Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাগুরায় শিক্ষা সচিবের উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্টিত

মাগুরায় শিক্ষা সচিবের উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্টিত

 শ্রীপুর প্রতিনিধি  ;  মাগুরার শ্রীপুর উপজেলার   হাট দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে   শিক্ষা সচিবের উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সংক্রান্ত মতবিনিময় সভা ২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার দুপুরে  অনুষ্টিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নোয়াবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম- আল- হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  জুলিয়া সুকাইনা,   শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, এলজিআরডি মাগুরার নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) মোছাঃ হাসিনা  মমতাজ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিটন কুমার সরকার। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন খান,  জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোখলেছুর রহমান, শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর  কেবিএম হাবিবুল আলম, সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম মোঃ  আলী আহসান,  দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন, দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল  ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান মোঃ কামরুল ইসলামসহ আরো অনেকে।  সভা শেষে সর্বসম্মতিক্রমে পুর্ব নির্ধারিত স্থানে পীর সাহেবে অসিয়তকৃত জায়গায় বিল্ডিং নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা সচিব মোঃ আকরাম – আল – হাসান। তিনি আরো বলেন আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে এলাকার দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধান হলো বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করছি, মলুত এটা আমার মায়ের বাবা বাড়ি এখানকার অনেক স্মৃতি রয়েছে আমার জীবনে, এখানে এসে কাজ করতে পারার মজাই আলাদা, আজকে বিল্ডিং নির্মাণের  সমাধান করতে পেরে নিজেকে অনেক কধন্যমনে করছি। মতবিনিময় সভায়   জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগীসহ  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply