মোহনগঞ্জ( নেত্রকোণা) সংবাদদাতা। নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌরশহরে মাইলোড়া খেলার মাঠের কোণায় তালামারা নির্বাচনী ক্যাম্প অফিস খোলা নিয়ে রাত সাড়ে আট হতে রাত বারটা পর্যন্ত ২ গ্রুফের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চলাকালে বাসা- দোকানপাট, অফিস ভাংচুর সহ ৪ জন আহত হবার খবর পাওয়া গেছে। আজ মোহনগঞ্জ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত আনুমানিক আটটায় তালামারা অফিস খুলতে গেলে ২ গ্রুফের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে যুবলীগ নেতা জাকির হোসেন রাসেল(৩২) বাম গালে আঘাত প্রাপ্ত হয়রাত ৯.৩০ মিনিটে হাসপাতালে গেলে ১৩৯২/০২ ক্রমিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহে রেফার্ড করেন। এর জের হিসেবে মাইলোড়া মালেদ মিয়ার বেড়া ভাংচুর করে। সভাপতি লতিফুর রহমান রতনের লোকজন পৌরসভার সম্মুখের রাস্তায় সাধারন সম্পাদক মোঃ শহীদ ইকবালের পক্ষের লোক জন বসুন্ধরা মোড়ে অবস্থান নিলে পৌরশহরে উত্তেজনা দেখা দেয়। পুলিশ টহল অব্যাহত থাকে। রাত ১০ টা থেকে মাইলোড়া দোকান- বাসা ভাংচুর করে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। তার ১১ টায় স্টেশন রোডের কয়েকটি দোকান ভাংচুর হয়। গভীর রাতে একটি অফিস ভাংচুর হয়।আজ শনিবার সকাল থেকে প্রতিটি সড়কের মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে হয়েছে। আরো ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ১। মিলন আকন্দ, নাকডড়া (৪৫) ২।মেহেদী হাসান মিঠু, বড়কাশিয়া (১৬) ৩। বদিউল আলম শাহীন, বড়কাশিয়া (৪০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত তমতমে অবস্থা বিরাজ করছে।