বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
পেয়াজের বাজার স্থিতিশীল রাখতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যামন আদালতের অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় তিন মিষ্টির দোকানের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেন। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭.০৯.২০) দুপুরে পেয়াজের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন বাজারে পেয়াজের আড়তে অভিযান চালান। অভিযানের সময় সাতৈর ইউনিয়নের কাদিরদি বাজারে মিষ্টি ব্যবসায়ী সিদ্দিক মিয়াকে ১ হাজার বিপুল কুমারকে ৫ হাজার ও চিত্ত দত্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মিষ্টির দোকানে ময়না আবর্জনা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এ জরিমানা করেন।