বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চন্দনা বারাশিয়া নদী থেকে তিনটি বাধ ও একটি ভেসাল অপসারন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজম আলী। এ সময় তিনটি ম্যাজিক কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল তিনটির আনুমানিক মূল্য ২৩ হাজার টাকা। আজম আলী জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে ময়না ইউনিয়নের বান্ধকগ্রামের মধ্যে চন্দনা বারাশিয়া নদী থেকে তিনটি বাধ একটি ভেসাল অপসারন করি। এ সময় নদী থেকে তিনটি ম্যাজিক কারেন্ট জাল জব্দ করি। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারি নাই। আমাদের উপস্থিতি বুজতে পেয়ে সবাই পালিয়ে যায়।